শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সাপাহার পাতাড়ী ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা

নিখিল বর্মনঃ  নওগাঁর সাপাহার উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে  উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়নের আয়োজনে পরিষদ চত্বরে এ বাজেট সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে এ ইউনিয়নের সম্ভব্য বার্ষিক আয়-ব্যয় উল্লেখ করে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৮ লক্ষ ৭ হাজার ১১৮, উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৯৬ হাজার ৩৭৫ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে  ৩৭ লক্ষ ৩৪ হাজার ৩১২ টাকা এবং উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৭১  হাজার ৮৬৯ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন  পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইবাদুর রহমান মাস্টারসহ সকল ইউপি সদস্য ও এলাকার  শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়