সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

আগামী ২৭ মে সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সন্মেলন

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর  ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২মে) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

প্রধান অতিথি এমপি খোকা বলেন, সোনারগাঁ উপজেলা সাদীপুর ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে নয়াপুর মাঠ। ঐ সন্মেলন হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। সারা সোনারগাঁয়ের মানুষ দেখবে সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সন্মেলন হচ্ছে সকল রাজনৈতিক দলের চেয়ে একটি ব্যতিক্রম সন্মেলন। সকলে শান্তিপূর্ণ ভাবে মিছিলে আমার মা-বোনদের সাথে নিয়ে আসবেন। এর আগে বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সন্মেলন করে চমক সৃষ্টি করেছে।

এভাবে সাদীপুর ইউনিয়ন জাতীয় সন্মেলনকে সফল করে সারা সোনারগাঁয়ে জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উজ্জীবিত করতে হবে, জানান দিতে হবে। সোনারগাঁয়ের জাতীয় পার্টি আগের যে কোন সময়ের চেয়ে অনেক শক্তিশালী এটা সবাইকে মনে রাখতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী আপনারা সাংগঠনিক ভাবে শক্তিশালী হবেন ইনশাআল্লাহ।

সভায় সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় যুব-সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সেকান্দর আলী, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাসিমা আক্তার পলি মেম্বার, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব নাসরিন মেম্বার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক আলী আকবর মেম্বার, সাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রফিকুল ইসলাম মেম্বার।

এছাড়াও সাদিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ফয়সাল মেম্বার, ৪নং ওয়ার্ড মাইনুদ্দিন মেম্বার, ৫ নং ওয়ার্ড রমজান মেম্বার, ৬ নং ওয়ার্ড তাইজুল ইসলাম তাজু মেম্বার, জাতীয় পার্টি নেতা হাজী অখিল মেম্বারসহ উপজেলা ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়