সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

পুলিশের বাধা ভেঙে চট্রগ্রাম কোর্ট বিল্ডিংয়ের সামনে শতশত শিক্ষার্থী

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রামে আবার বিক্ষোভ শুরু করেছেন শত শত শিক্ষার্থী। বুধবার (৩১ জুলাই) চট্টগ্রামসহ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জহুর হকার্স মার্কেটের সামনে আসতে থাকেন। “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালনের খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আদালত ভবনের চারপাশ সকাল থেকেই ঘিরে রাখে।

জহুর হকার্স মার্কেটের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের একপর্যায়ে পুলিশ বাধা দিলে তারা কিছুটা পাশে সরে গিয়ে জেলা পরিষদ চত্বরের সামনে এসে বিক্ষোভ শুরু করে। এ সময় পুরো সড়কে গাড়িচলাচল বন্ধ হয়ে যায়। আদালত ভবনে সকাল থেকেই কোনো গাড়ি উঠতে দেয়নি পুলিশ।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা পরিষদ চত্বর থেকে আদালত ভবনের দিকে এগোতে থাকে। পুলিশ ও বিজিবি সদস্যরা এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আদালত ভবন চত্বরের দিকে এগিয়ে যায়।

আদালত ভবনের মাঝামাঝি এনেক্স আইনজীবী ভবনের সামনে পৌঁছার পর পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন আওয়ামীলীগ সমর্থক আইনজীবীরা। এ সময় শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বেশ কিছুক্ষণ সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা আদালত ভবনের চত্বরের দিকে এগোতে থাকে। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও খোলা আকাশের নিচে থাকা শিক্ষার্থীরা কেউ নিজ নিজ অবস্থান থেকে নড়েনি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়