বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
spot_img

সোনারগাঁয়ে কোল্ড স্টোরেজে অভিযান, ১৪ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

সংবাদ সিক্সটিন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্টার কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অবস্থিত এ কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুরগুলো জব্দ করা হয়।

জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৬ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় সহকারি পরিচালক আব্দুস সালাম ও নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমাণ এ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এটি জব্দ করেছি। এখানকার মালিক আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়