রবিবার, মে ১২, ২০২৪
spot_img

নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু-থানায় মামলা

সংবাদ সিক্সটিনঃ সোনারগাঁয়ে  নির্বাচনী সহিংসতা, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে নিহত হৃদয়ের বড় ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বাদী হয়ে নির্বাচনে বিজয়ী প্রার্থী আজিজ সরকারকে প্রধান আসামি এবং ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলা দায়ের করেন। থানার সেকেন্ড অফিসার এস.আই পংকজ কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধায় পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ফল ঘোষণা  শেষে মোরগ প্রতিকের প্রার্থী আব্দুল আজিজ সরকাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলে  তালা প্রতিকের প্রার্থী কায়সার আহম্মেদ রাজু পূনরায় ভোট গণনার দাবি করেন। কর্তৃপক্ষ পূণরায় ভোট গণনা করে ফলাফল একই হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ব্যালট বাক্স নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসের দিকে রওনা দিলে তালা প্রতিকের প্রার্থীর সমর্থক হৃদয় ও ফারুক   ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হৃদয় নিহত এবং ফারুক আহত হয়। পরে ত্রিমূখি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুলিশ পরিদর্শকসহ ২০ জন আহত হয়েছেন।

নিহত হৃদয় ভূঁইয়া (২৩) দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তিনি ইউপি সদস্য প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক। গুলিবিদ্ধ আরেক যুবক কামাল ভূঁইয়ার ছেলে ফারুককে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, নির্বাচন শেষে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে। পরে হৃদয় নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়