সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সদস্য করিম রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে বারদী ইউনিয়নের সেনপাড়া নিজ বাড়ি থেকে তাকে রাত ১২ টার পর গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে নয়াপুর এলাকার একটি পুরনো রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির ছেলে করিম রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ৭-৮টি রাজনৈতিক মামলা রয়েছে। সবগুলো মামলায় সে জামিনে রয়েছে।
শনিবার ঢাকায় তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের নিয়ে অংশ নিতে প্রস্ততি নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাত ১২ টার পর সোনারগাঁ থানা পুলিশ করিম রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে তার বাবা বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, যুবদল নেতাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।