বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

সোনারগাঁয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই জুলাই) দুপুরে সোনারগাঁ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওবং পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় মোগরাপাড়ায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ ই জুলাই  এ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতাদের উপস্থিতিতে আগামী ১৭ জুলাই সোমবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নেকবর হোসেন নাহিদ।

আরো জানা গেছে ত্রি-বার্ষিক এ সম্মেলনে উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচচু, প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া,  সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত।

অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান মাসুম, হাজী শাহ মো: সোহাগ রনি, নেকবর হোসেন নাহিদ, ছগীর আহমেদ, রবিন আহমেদ, শহীদুল ইসলাম শামীম, মামুন আহমেদ রাশেদসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়