শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সাভারে ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার-১

মো.মাইনুল ইসলাম, সাভার ঢাকাঃ সাভারের আমিন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার (৮জুন) বিকালে ডিবি উত্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল বুধবার (৭ জুন) রাত আনুমানিক নয়টার দিকে সাভারের আমিন বাজার এলাকা হতে মো.জাকির হোসেন ৪০ নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার চর খেজুরবাগ এলাকার মৃত শাহ আলমের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মো.রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) সাংবাদিকদের জানান, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনানুযায়ী এবং অতিরিক্ত পুলিশ সুপার ডিবির সরাসরি নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (বুধবার) এসআই মো.আমিনুল ইসলামের একটি চৌকষ টিম সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হতে মো. জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়