রবিবার, মে ১৯, ২০২৪
spot_img

নারায়ণগঞ্জের বন্দরে প্রথম ধাপের উপজেলা নির্বাচন

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের বন্দরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সকালে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

এর আগে বন্দর উপজেলার প্রার্থীরা টানা ১৩ দিন ধরে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় ছিলেন। কেউ গণসংযোগ, কেউ পথসভা, কেউবা আবার উঠান বৈঠকের মাধ্যমে ভোটারের কাছে ছুটে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।

এ উপজেলাতে আবারও প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান এম এ রশিদ (দোয়াত-কলম)। সেই সাথে যোগ হয়েছেন একজন সাবেক চেয়ারম্যান  আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ) এবং দুইজন নতুন মুখ মাকসুদ হোসেন (আনারস) ও তার ছেলে মাহমুদুল হাসান (হেলিকপ্টার)। নতুন-পুরাতন প্রার্থীদের মধ্যেই চলছে লড়াই। ভোটযুদ্ধে লড়াইয়ের ফল ঘোষনা হবে ভোট গ্রহন শেষে।

বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু (উড়োজাহাজ), মোশাঈদ রহমান মুকিত (তালা), মো. আলমগীর (মাইক) ও শাহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মাহমুদা আক্তার ও ফুটবল প্রতীক নিয়ে সালিমা হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা  ১লাখ ৩১হাজার ৫৬৪ জন। ৫৪ টি ভোট কেন্দ্র পাঁচশতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি সাতশো আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে রয়েছেন। এছাড়া পুলিশের ৮ টি টহলদল, বিজিবি ও র‍্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্সসহ ১০ জন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করছেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়