শনিবার, মে ১৮, ২০২৪
spot_img

৭ই মার্চের ভাষন ও মুক্তিযুদ্ধ একই সুতোয় গাঁথা: খাদ্যমন্ত্রী

নিখিল বর্মন, সাপাহারঃ ভাষা আন্দোলন ও ৭ ই মার্চের ভাষন ও মুক্তিযুদ্ধ একই সুতোয় গাঁথা, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে এসব আন্দোলনে জেগে উঠেছিলো বাঙালী। তারই ধারাবাহিকতায় কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার কারনেই ২১ ফেব্রুয়ারী আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
দুপুরে নওগাঁর সাপাহারে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ একাডেমিক ভবন উদ্বোধন, একাদশ শ্রেনীর শিক্ষাথীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সরকারের বিভিন্ন উন্নয়ন মূখী পদক্ষেপের কারনেই শিক্ষার হার বাড়ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাপাহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ইসমত ইনামূল হক।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়