বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আসছে এস এম মিঠু ও মহুয়া মুনা’র “আহারে আমার কি ভাগ্য”

সংবাদ১৬.কমঃ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রিলিজ হচ্ছে তরুন কণ্ঠশিল্পী   সোনারগাঁয়ের ছেলে এস এম মিঠু ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া মুনার “আহারে আমার কি ভাগ্য” শিরোনামের গানটি।

মোস্তফা কামালে’র কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ।

গীতিকার মোস্তফা কামাল বলেন, দুজন প্রেমিক প্রেমিকার পবিত্র ভালোবাসার গল্প দিয়ে সাজানো হয়েছে গানটি। এস এম মিঠু ও মহুয়া মুনা দুজনই খুব ভালো গেয়েছে। আসা করছি গানটি আপনাদের সবার ভালো লাগবে।

বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় গানটি রিলিজ হবে So Music   ইউটিউব চ্যানেলে। সকলকে দেখার আমন্ত্রণ জানিয়েছে এস এম মিঠু ও মহুয়া মুনা।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়