সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে সানজিদা ফিলিং স্টেশনের সামনে থেকে ফারিয়াজ এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক চুরি হয়েছে।
গত শুক্রবার দিবাগত (২৬-আগস্ট) রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সানজিদা ফিলিং স্টেশন হইতে গাড়িটি চুরি হয়।
ট্রাক মালিক খোকন মিয়া জানান, প্রতি দিনের ন্যায় বিভিন্ন যায়গায় ভাড়া চালিয়ে রাতে সানজিদা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানের সামনেই ট্রাক রাখা হতো। শনিবার ভোরে এসে তিনি দেখতে পান ট্রাকটি নির্ধারিত স্থানে নেই। রাতের কোনো এক সময় কে বা কাহারা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকার মৃত হেকমত আলীর ছেলে মোঃ খোকন মিয়ার ঢাকা মেট্রো-ট ১৫-১৪১৬ নাম্বার প্লেটের গাড়িটি চুরি হয়। এ ব্যাপারে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন ট্রাক মালিক মোঃ খোকন মিয়া।
সোনারগাঁ থানার (ওসি) তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া ট্রাক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।