শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img

প্রবাসীর টাকা লুট মামলায় জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৪

সংবাদ ডেস্কঃ সৌদি আরব প্রবাসীর টাকা ও মোবাইল ফোন লুটের মামলায় নারায়ণগঞ্জে তিন সহযোগীসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার তারা গ্রেফতার হয়। রোববার সবাই আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সোনাগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের তপু চন্দ্র ঘোষ, সোনারগাঁ উপজেলার ছোট অর্জুনদি গ্রামের রোহান (২১), বড়নগর এলাকার কৃষ্ণচন্দ্র রাজবংশী (৩২) ও বগুড়ার শেরপুর উপজেলার খাজা আশ্রমপাড়া এলাকার এরশাদ (২৪)৷

মামলাটির তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম বলেন, তপু চন্দ্র ঘোষের নেতৃত্বে ডিবি পরিচয়ে আসামিরা ছিনতাই করেন৷ এর আগেও তারা এই কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন৷ নেতৃত্ব দেবার কারণে টাকা ভাগাভাগির সময় তপু বেশি ভাগ নিতেন বলে অপর আসামিরা জানিয়েছেন৷

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ এপ্রিল বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন সৌদি প্রবাসী উজ্জ্বল হোসেন৷ ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আসামিরা তার কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়৷ দুইদিন পর বন্দর থানায় ছিনতাইয়ের অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ওই সৌদি প্রবাসী৷

মামলাটির তদন্তের দায়িত্ব পান পুলিশ পরিদর্শক রেজাউল করিম৷ তিনি বলেন, তদন্তে তপু চন্দ্র ঘোষসহ তার সহযোগীদের সম্পৃক্ততা পায় পুলিশ৷ অধিকতর তদন্তের পর আসামিদের ব্যাপারে নিশ্চিত হয়ে গত শনিবার রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের হোতা তপু ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন সরাসরি এ ছিনতাইয়ে জড়িত উল্লেখ করে তিনি বলেন, তারা দিনের বেলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সৌদি প্রবাসীর টাকা ও মোবাইল লুট করেছেন বলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, তপুর বাড়ি আমার এলাকায়৷ ছোটবেলা থেকে ওরে চিনি৷ শুরুতে আমার সাথেই ছিল৷ পরে নারায়ণগঞ্জ শহরে রাজনীতি শুরু করে৷ ওদিকে গিয়ে বড় নেতাদের ধইরা সে বড় নেতা হইছে৷ এখন শুনলাম গ্রেফতারের খবর।

জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন,  আমরা তপু চন্দ্র ঘোষের গ্রেপ্তার হবার বিষয়টি শুনেছি৷ আসলে চোর বাটপারে ভইরা গেছেগা, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না৷ আমার বাবা অসুস্থ উনাকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছি। সূত্র: বিডি নিউজ

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়