শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

পাঁচ লাখ টাকার চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় সোনারগাঁ ফরেষ্ট চেক পোষ্ট কর্মকর্তারা পাঁচ লাখ টাকার অবৈধ চোরাই সেগুন কাঠসহ একটি ট্রাক আটক করেছে।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী ত্রিপাল দিয়ে বাঁধা গাড়িটি (ঢাকা- মেট্রো-ট-২২-৮৮২৫) সন্দেহ হলে সিগনাল দেয় সোনারগাঁ ফরেষ্ট চেক পোস্ট কর্মকর্তারা। এ সময় গাড়িটি থামিয়ে গাড়ির চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।সোনারগাঁ ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে গাড়িটি তল্লাশি চালিয়ে ৫০১ ফালি ৩৬৩.৯৪ ঘন ফুট অবৈধ চোরাই সেগুন কাঠসহ গাড়িটি আটক করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা হবে বলে ধারণা করেন।

চোরাই কাঠ উদ্ধারে সোনারগাঁ ফরেষ্ট চেক পোস্টে নিয়মিত টহল অব্যহত থাকবে বলে জানিয়েছে কর্তব্যরত ফরেস্ট কর্মকর্তারা।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়