সংবাদ১৬.কমঃ এক বছর মেয়াদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি ও শরিফুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করা হয়। ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটি ঘোষণা দেয়।
আগামী এক বছরের জন্য এ কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নেবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন-মিশন বাস্তবায়ন করতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের অবিভাবক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল হায়সারের নির্দেশনায় কাজ করে যাবো।