সোমবার, নভেম্বর ৪, ২০২৪

সোনারগাঁ আওয়ামীলীগের সদস্য হলেন কাজি মাসুদ

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেল ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি মাসুদকে সদস্য করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহিদ মোঃ বাদল এর সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি মোঃ মাসুদকে সদস্য নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাজপথে আন্দোলন সংগ্রামে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান কাজি মাসুদ। সেই সাথে সোনারগাঁ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণকে আওয়ামীলীগের পতাকাতলে কাজ করার আহবান জানান তিনি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়