সোমবার, মে ২০, ২০২৪
spot_img

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ডিইউজে ও বিএফইউজের নিন্দা প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরে দুর্বৃত্তদের হামলায় বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম এর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে।

বৃহস্পতিবার ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ নৃশংস এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশীদ আলম এবং বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন যৌথ বিবৃতিতে বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা আজ বুলন্ঠিত।

এদেশ এখন সাংবাদিক এবং মুক্ত গণমাধ্যমের জন্য নিরাপদ নয়। সাংবাদিক নাদিম হত্যা এর একটি উদাহরণ মাত্র। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়