শনিবার, মে ১৮, ২০২৪
spot_img

আমে নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করায় আড়ত ব্যবসায়ীকে অর্থদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার আড়তে কৃত্তিমভাবে কাচা আমে রং পরিবর্তনকারী নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করায় আরৎ ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা। বুধবার দুপুরে উপজেলার তিলনা রোডে মনিরুল ইসলামের আম আড়তে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আড়তে কৃত্তিমভাবে কাচা আমে রং পরিবর্তনকারী নিষিদ্ধ কেমিক্যাল স্প্রে করায় আড়ত মালিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাজ্জাত আলীর ছেলে মনিরুল ইসলামের ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় ওই ব্যবসায়ী ভবিষ্যতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্যদি ব্যবহার করবেন না মর্মে তিনি অঙ্গিকার করেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়