সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮ টায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোলায়মান মিয়া কালাদি বড়বাড়ি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন জমি ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।