শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ গাছ রোপনে উৎসাহিত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উপর গুরুত্ব রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ ইং  উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সাপাহার সাব- রেজিস্ট্রার  অফিস চত্বরে একটি পরিবেশ বান্ধব সংগঠন প্রকৃতির আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে যথাযথভাবে দিবসটি পালন করা হয়।

প্রকৃতি সাপাহার শাখার আহ্বায়ক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী।

অন্যান্য মধ্যে প্রকৃতির সাপাহার শাখার যুগ্ম আহবায়ক এ বি এম রায়হান, সাপাহার প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নিখিল বর্মন সহ দলিল লেখক, সাব রেজিস্টার ও নকলনবিস’র সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়