শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার মেয়র প্রার্থীকে শোকজ

আড়াইহাজার  প্রতিনিধিঃ মেয়র নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম শিকদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আচরণ বিধি না মেনে প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এসময় নির্বাচনের আচরণবিধি মোতাবেক চলার জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান তিনি।

এর আগে গত রোববার (৭ মে) বিকেলে গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী এম এ হালিমের পক্ষে প্রচারণায় নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ছাড়াও নিয়মিত মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন হালিম শিকদার।

বৃহস্পতিবারও মিছিল মিটিং করেন হালিম সিকদার। এই খবর পেয়ে রিটানিং কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, প্রথমে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়