মোঃ সাজেদুর রহমানঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে (জরপষ) রি-রোলিং নামের একটি স্টিল মিলে লোহার বাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দগ্ধ হয়ে শংকর নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো ছয়জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার(জরপষ) রি-রোলিং মিলে এ ঘটনাটি ঘটে। দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নেয়া হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন, ইয়াসিন (৩৩), ইব্রাহিম, (৩২), অয়ন (২০) জুয়েল(৩৫), রাব্বি (৩৫) আলমগীর (৩০)।
উদ্ধারকর্মী আশিক হাসান জানিয়েছেন, রোলিং মিলে বাট্টি বিস্ফোরণ হয়ে গরম গলিত লোহা থেকে তারা দগ্ধ হয়েছেন।তারা সবাই ঐ কারখানার শ্রমিক।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, শংকর নামের একজন শ্রমিক মারা গেছেন। আরো ছয়জনকে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে।