বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, ২৪ ঘন্টায় ১৫ জন

সংবাদ ডেস্কঃ শুক্রবার ২৮ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এক হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এক হাজার ১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ২০৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬৪০ জন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়