বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

সোনারগাঁয়ে দীপক কুমার বণিক দীপুর ভিন্নভাবে ঈদ সামগ্রী বিতরণ

সংবাদ১৬.কমঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে সকলের সাথে ভাগাভাগি করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন ইউনিয়নে হাজারো পরিবারের মাঝে ব্যতিক্রমভাবে ঈদ শুভেচ্ছা-উপহার পাঠালেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান উপকমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু।

দীপক কুমার বণিক দীপু বলেন, আমাদের নেতাকর্মীরা অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে রাতের আধারে দরজার সামনে ঈদ সামগ্রী উপহার পৌঁছে দিয়েছে। কষ্ট করে কাউকে আমাদের কাছে আসতে হয়নি। তিনি বলেন, অনেকেই আছেন যারা ঈদ সামগ্রী নিতেও সংকোচ করেন। তাই আমি আমার সাধ্যমতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভিন্ন ভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করলাম।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বারদী বাজারে  তার নেতাকর্মীদের ডেকে নিয়ে এসকল ঈদ সামগ্রী দুঃস্থ ও অসহায়দের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

এসময় সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি সজীব ভূইয়া, পৌরসভা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি সুমিত রায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা ও উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাংগঠনিক সম্পাদক জুয়েল রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়