বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

মুলাদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মুলাদী সংবাদদাতাঃ সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকলা এলাকায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুই সহোদর হলেন- কামাল বেপারী ও হেলাল বেপারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাটামারা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু বলেন, প্রায় শত বছর থেকে ওই এলাকার হাজী ও আকন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে রাত সাড়ে ১০টার দিকে চাকলা এলাকায় হাজী গ্রুপের সদস্যরা আকন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। এতে আকন গ্রুপের ওই দুই সহোদর নিহত হয়।

মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে বাটামারা এলাকাটি দুর্গম হওয়ায় রাত সাড়ে ১১টা পরে গিয়ে পৌঁছাছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যা কারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়