বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের উদ্যোগে ইফতার বিতরণ

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ক্লাব কার্যালয়ের সামনে দেড় শতাধিক রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সভাপতি সামসুজ্জোহা রাসেল, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শহিদ মিয়া, সাংবাদিক হাসান মাহমুদ রিপন,   শাহাদাত হোসেন রতন, হুমায়ুন কবির, অগ্নিবীনা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সদস্য বদরুদ্দীন বদুন, শফিকুল ইসলাম শফিক,  সিনিয়র সদস্য রিপন, শাহিন,  ফারুক, টিটু, সিপু, সুমন, আমিনুল ইসলাম, গনেশ, টিপু, শাহপরান, অভি, আল-আমিন, সিপন ও সোহাগ প্রমূখ।

অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বলেন, এ ক্লাবে খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। প্রতি বছরের মতো এবারও অসহায় রোজাদার মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়