সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ পালন করা হয়েছে।
৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এমপি আব্দুল্লাহ আল কায়সার।