সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
spot_img

স্নান উৎসবে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্ধে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানউৎসবে এসে নদীর পানিতে ডুবে রাজবেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১১ টার দিকে লাঙ্গলবন্ধ এলাকার ব্রহ্মপুত্র নদের ৩ নং ঘাটে এ ঘটনা ঘটে। নিহত রাজবেদ চট্টগ্রামের পটিয়া উপজেলার উজ্জ্বল দাসের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মহাঅষ্টমী স্নানউৎসব উপলক্ষে শিশুটি তার পরিবারের সঙ্গে উৎসবে আসেন। মা ও নানির সাথে একত্রে ব্রহ্মপুত্র নদের তিন নাম্বার ঘাটে পানিতে পবিত্র হওয়ার জন্য গোসল করতে নামে। এদিকে ভিড়ের মধ্যে সবার অজান্তে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস গজারিয়া স্টেশনে লিডার মোঃ দুলাল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুব অল্প সময়েই শিশুটিকে উদ্ধার করেছি। পরবর্তীতে শিশুটিকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং শিশুর মরদেহটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়