বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
spot_img

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ সিক্সটিনঃ ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আদালত পন্যের মূল্য তালিকা না ঝুলানো, রাস্তায় দোকান বসানো ও বেশী দামে তরমুজ বিক্রি করার অপরাধে ৬ ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম জানান, তার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সবচেয়ে বেশী ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আদালত জনস্বার্থে বিভিন্ন দোকান ব্যবসায়ীকে বিভিন্ন পন্যের মূল্য তালিকা সাটানোর নির্দেশ দেন। একপর্যায়ে আদালত পন্যের মূল্য তালিকা না ঝুলানো, রাস্তায় দোকান বসানো ও বেশী দামে তরমুজ বিক্রি করার অপরাধে ৬ ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করে।

এসময় অভিযানকারী দলের সাথে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ক্রেতা জনসাধারণের স্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়