সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতা।
১২ ফেব্রুয়ারী সোমবার দিনব্যপী উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষার্থী শিক্ষা পদক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিটি স্কুলের (শিক্ষার্থী) বালক ও বালিকাদের শাখা ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে বিকেল ৫ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। তিনি বলেন, পিরোজপুর ইউনিয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকবো।
উল্লেখ্য, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিয়ন থেকে প্রতিটি ইভেন্টে প্রথমস্থান অধিকারী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করার সুযোগ পাবে।