বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

ব্লাড প্রেশার, ইসিজি মেডিক্যাল চেকআপ দিবে স্মার্টওয়াচ

সংবাদ ডেস্কঃ স্মার্টফোনের প্রায় সব কাজ এখন করা যাচ্ছে স্মার্টওয়াচে। হাতের ঘড়ি এখন কাজ করছে মোবাইল ফোনের মতোই। দিনকে দিন মোবাইলফোন যত স্মার্ট হচ্ছে তেমনি স্মার্ট হচ্ছে হাত ঘড়িও।

স্মার্টফোনের সব সুবিধাসমৃদ্ধ এমনই এক স্মার্টওয়াচ লঞ্চ করেছে স্যামসাং যেখানে ব্লাড প্রেশার, ইসিজি ট্র্যাকিং ফিচারের মতো মেডিক্যাল চেকআপ করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ সিরিজে রক্তচাপ এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ফিচার দেওয়া হয়েছে। এটি প্রথম স্মার্টওয়াচ, যাতে ওভার দ্য এয়ার অর্থাৎ ওটিএ সাপোর্ট করে। এতে আপনি স্যামসাং হেলথ মনিটর বিপি এবং ইসিজি ট্র্যাকিং ফিচারটি পেয়ে যাবেন।

গ্যালাক্সি ওয়াচটি একটি ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে, যা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পাশাপাশি পালস রেট রেকর্ড করতে পারে এবং স্যামসাং হেলথ মনিটর অ্যাপে রেকর্ড করতে পারে।-গিজমো চায়না।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়