বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সোনারগাঁবাসীর সেবা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই: এমপি খোকা

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও লাঙ্গল প্রার্থী লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি কতটুকু উন্নয়ন করতে পেরেছি এটা সোনারগাঁয়ের মানুষ জানে। তাদের সুখে দুঃখে আমাকে কে কতটা পেয়েছে তা সবাই জানে।ভোট পাওয়ার জন্য মিথ্যে আশ্বাস নয় মাতৃভূমি সোনারগাঁবাসীর সেবা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা চাই ,আরেকটা বার সেবা করার সুযোগ চাই।

শনিবার (৩০ শে ডিসেম্বর) সকালে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

লিয়াকত হোসেন খোকা বলেন, গত ১০ বছরে সবচেয়ে আমি বেশি আনন্দিত। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দায়িত্ব পালন করেছি। মা-বোনেরা আমার জন্য দোয়া করছেন, অনেকে আমার জন্য রোজা রেখেছেন, অনেকে নামাজ পড়ে দোয়া করেছেন। এর চেয়ে বেশি পাওয়ার কিছু নেই। আমি সোনারগাঁয়ের মানুষের রায় পেয়েছি।

তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষের অনেকে বলেন খোকার কোনো ভোট নেই। আমার ভালো ইমেজ না থাকলে তারা আমাদের পেছনে দৌড়াচ্ছে কেন? আমার প্রতিটি নেতাকর্মী এ এলাকায় ফ্যাক্টর। আমি ধন্যবাদ জানাই সরকার ও নির্বাচন কমিশনকে। এখন পর্যন্ত যে পরিবেশ আছে তা সন্তোষজনক।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়