বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
spot_img

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রার্থীর সমর্থককে জরিমানা

সংবাদ সিক্সটিনঃ আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার জামান সাহেবের বাড়িতে নৌকা সমর্থিত ৩ হাজার নেতাকর্মীর মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় ওই বাড়ির বাসিন্দা ও অনুষ্ঠানের আয়োজক ব্যবসায়ী বৈদ্যেরবাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের (মধু ঠাকুরের বাড়ি) সভাপতি হারুনুর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিধি মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল অথবা উভয়ই নির্ধারিত। তবে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় নির্বাচনী আচরণবিধির ২০০৮ এর ১০ এর (চ) ধারার অপরাধে ১৮ ধারা মোতাবেক ৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা করা হয়েছে। যারাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়