বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আড়াইহাজারে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণর শুরু

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কর্তৃক আয়োজিত ৩ দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রশিক্ষণ কর্মশালাটি উদ্ধোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মো. আনিসুর রহমান, আড়াইহাজার থানার ওসি তদন্ত হুমায়ুন কবির , প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ কবির হোসেন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার সিফাত আজাদ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সকলের নিকট সুন্দর প্রশিক্ষণ পরিচালনার জন্য সহযোগিতা কামনা করেন। প্রশিক্ষণ কর্মশালাটি সোমবার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত চলবে।

পল্লী উন্নয়ন অফিসার সিফাত আজাদ জানান, প্রশিক্ষণে শাক-সবজি, মৎস্য চাষ, হাসঁ মুরগী পালন, বেসিক কম্পিউটার, সমবায় ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করা হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়