সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রবিবার (১০ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী অংশে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল৩০-২৪২৯) আসছিল। এ সময় মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
কাঁচপুর হাইয়ওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।