বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

আম গাছ উপরে ফেলার অভিযোগ

সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আম গাছ উপরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের পাহাড়ি পুকুর বধ্যভূমির পাশে। এ ঘটনায় ভুক্তভোগী মোকলেসুর রহমান বাদী হয়ে ৪ জনের নামা উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে উপজেলার পাহাড়ি পুকুর বধ্যভূমি সংলগ্ন বাদীর আড়াই শতক নিজ সম্পত্তির উপর মাটি ভরাট করে আমগাছ রোপন করেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিবাদীরা উক্ত সম্পত্তির উপর থেকে ২২ টি আম গাছ উপরে ফেলেন বলে অভিযোগে বলা হয়। এ বিষয়ে আইনি সহায়তা পেতে মোকলেসুর রহমান বাদী হয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেন।

আরো জানা যায়, এলাকাবাসী মাঠের ফসল তোলার জন্য ওই সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরি করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। রাস্তা করার সুবিধার্থে গাছগুলো তুলে ফেলা হয়েছে বলে অভিযোগকারীরা জানান।

এ বিষয়ে সাপাহার থানায় দায়িত্বে থাকা ডিউটি কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি স্যার।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়