সোমবার, মে ২০, ২০২৪
spot_img

লিটলম্যাগ চর্চা’র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন

সংবাদ সিক্সটিনঃ সোনারগাঁও সাহিত্য নিকেতনে মুখপত্র লিটল ম্যাগ চর্চা’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকার পানাম মুন্সিরাইল সুর্বণগ্রাম কালচারাল সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস, সহ সভাপতি আসমা আখতারী, প্রচার সম্পাদক মোফাখখার সাগর, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, তথ্য সম্পাদক মোকাররম সলিল, নির্বাহী সদস্য এরশাদ হুসাইন অন্য, সম্মোহনী আজিবুর, সদস্য দেওয়ান শামসুর রহমান, রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, শাহনাজ আক্তার, এলমা মরিয়ম জুম্মি ও জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারন সম্পাদক রবিউল হুসাইন এর সম্পাদনায় প্রকাশিত চর্চা’র শরৎ সংখ্যায় ১৪টি কবিতা, ১৪টি ছড়া ও হাতেখড়ি বিভাগে নতুনদের ৮টি ছড়া কবিতা স্থান পেয়েছে। পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রত্যেকে চর্চায় প্রকাশিত স্ব স্ব লেখা পাঠ করে শোনান।

দীর্ঘদিন পর আবারও চর্চা প্রকাশিত হওয়ায় সবাই সোনারগাঁও সাহিত্য নিকেতনকে অভিনন্দন জানান। এখন থেকে লিটলম্যাগ চর্চা নিয়মিত প্রকাশিত হবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন সোনারগাঁও সাহিত্য নিকেতন কর্তৃপক্ষ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়