বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করেন: খাদ্যমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর সাপাহার জেলা ডাকবাংলোয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার বিকেল ৩টায় দিকে সাপাহার জেলা পরিষদ ডাকবাংলোয় তিনি ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আগামী সংসদ নির্বাচনে সকলকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান হোসেন মন্ডল, সহসভাপতি সাজেদুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ারসহ উপজেলা আওয়ামীলী ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়