সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা তিলনী পাতাড়ি নয়াপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে উক্ত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাহার রহমান।
এ সময় সরকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুকুল মিয়া ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।