শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিহত পুলিশ সদস্যসহ আহতদের জন্য এমপি খোকার উদ্যোগে মিলাদ ও দোয়া

সংবাদ সিক্সটিনঃ গত ২৮ অক্টোবর বিএনপি জামায়াতের সমাবেশে জনগণের জান মাল রক্ষায় পেশাদারী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্য আমিরুল ইসলাম নিহত হয়। নিহত আমিরুলসহ সকল আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার বিকালে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় লিয়াকত হোসেন খোকা এমপি, দেশকে আবারো নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন পূর্বের ন্যায় আবারো জালাও পোড়াও করছে জামায়াত বিএনপির ক্যাডাররা। একজন পুলিশ ভাই ও একজন নিরীহ মানুষ মৃত্যু বরন করেছে। অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এটা তাদের পরিকল্পিত, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে।

এসময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আশরাফুল ভূইয়া মাকসুদ, সহ সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক এবং প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া মেম্বার, কামরুজ্জামান, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না ও সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন, শিল্পী বেগম মেম্বার, জাতীয় পার্টি বারদী ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির সরকার, নাছির উদ্দীন মেম্বার, বদিউজ্জামাল বধু মেম্বার, মিলন মেম্বার, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, ফজলুল হক, ইয়ামিন সুজন, স্হানীয় মহিলা পার্টি নেত্রী মিসেস ময়না বেগম মেম্বার, রোকসানা আক্তার, কবির হোসেন মোল্লা, সাইফুল ইসলাম মেম্বার ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা রিপন ভূইয়া প্রমুখ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়