সংবাদ সিক্সটিনঃ আজ (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯-টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে পুলিশের চেকপোস্ট দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ক্ষেত্রবিশেষে তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করেছে সোনারগাঁ থানা পুলিশ।
এ ব্যাপারে চেকপোস্টে উপস্থিত সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন বলেন, ২৮ তারিখ শনিবার যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। তিনি বলেন, ক্ষেত্র বিশেষ কারনে এ তল্লাশি অব্যাহত থাকতে পারে।