বুধবার, মে ১৫, ২০২৪
spot_img

সাপাহা‌রে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

নিখিল বর্মন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “শেখ রা‌সেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁর সাপাহা‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ক‌নিষ্ঠ পুত্র শেখ রা‌সে‌লের ৬০ তম জন্ম‌দিন পালন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে শেখ রা‌সেলের ৬০ তম জন্ম‌দিন উপল‌ক্ষে তার প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়। পরে ‌বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা ও শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু প‌রিবা‌রের শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের খাদ‌্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম‌্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, অফিসার্স ইনচার্জ ওসি হুমায়ুন কবির ,উপ‌জেলা কৃ‌ষি অফিসার কৃ‌ষিবিদ শাপলা খাতুন, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, কৃ‌ষি সম্প্রসারণ অফিসার ম‌নিরুজ্জামান টকি, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

আলোচনা শে‌ষে কবিতা আবৃতি, কুইজ প্রতি‌যোগীতা ও চিত্রাঙ্কন প্রতিযোগী শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়