বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো ছাত্ররা: আনিসুর রহমান বাবু

সংবাদ সিক্সটিনঃ জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু বলেছেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকার ইতিহাস আছে, আজকের উপস্থিত ছাত্র সমাজের ভাইয়েরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে।

সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজ ওয়ার্ড এবং ইউনিয়নে আমাদের প্রিয় নেতা সোনারগাঁয়ের উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা লিয়াকত হোসেন খোকা এমপির চলমান দশ বছরের উন্নয়নের বার্তা সাদীপুরসহ সব ইউনিয়নে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আয়োজিত জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৮নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয় সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সিনিয়র সহ সভাপতি আলী আকবর মেম্বার ও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন, ফাইজুল মেম্বার, আবদুর রাজ্জাক, মাওলানা হাবিবুর রহমান, জাতীয় ছাত্র সমাজ সাদীপুর ইউনিয়নের সভাপতি সাজেদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের প্রায় ২ শতাধিক নেতৃবৃন্দ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়