বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

সোনারগাঁয়ে ইউনিয়ন জাতীয়পার্টির সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি ঈদগাহ মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুত কমিটির আহবায়ক আবুল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন অর-রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন, আল্লাহর রহমত ব্যতীত কেউ জনপ্রতিনিধি হতে পারেনা। আল্লাহ আমাকে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। মহান আল্লাহপাকের হুকুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন, যদি কপালে থাকে আমি আবারও আপনাদের মাঝে আপনাদের সেবক হয়ে আসবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার উপদেষ্টা ও বিশিষ্ট নারী নেতৃত্ব ডালিয়া লিয়াকত,  নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জেলা মহানগর শাখা জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলিসহ উপজেলার সকল ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আবুল হোসেনকে সভাপতি ও হারুন অর-রশিদকে সাধারণ সম্পাদক করে একশত এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়