নিখিল বর্মন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “ক্যাডার বৈষম্য নিরসন চাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সাপাহার সরকারি কলেজ প্রাঙ্গনে উক্ত কর্মবিরতি পালন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদন্নোতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিট সর্বাত্মক কর্মবিরতি পালন করে।
এসময় সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমানসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।