সংবাদ সিক্সটিনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হোটেল ঈশাখাঁ টুরিস্ট হোমে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কুমিল্লায় জাতীয় পার্টির মহাসম্মেলনে যাওয়ার পথে আয়োজিত পথসভায় অংশগ্রহণ করেন জি এম কাদের।
নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে পথসভায় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, উপদেষ্ঠা খলিলুর রহমান খলিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন এত সহজ হবে না। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে সোনারগাঁ উপজেলার সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে সমন্বয় করে নির্বাচনে প্রচার-প্রচারণার মাধ্যমে লাঙ্গল প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি আবদুর রউফ, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় যুবসংঘতির সভাপতি কাজী লিটু, সাধারণ সম্পাদক শিকন্দার আলী মাষ্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্নাসহ সকল ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।