বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সওজের অব্যবস্থাপনায় মহাসড়কে দূর্ঘটনা, নিহত-১, আহত ৪

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সওজ’র অব্যবস্থাপনার কারনেই বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১ মহিলাসহ আহত হয়েছে কমপক্ষে ৪ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ ঘটিকার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রবেশ মুখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়,  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ব্যস্তময়  এ সড়কে উঁচু নিচু বেহালদশার কারনে এ দুর্ঘটনাটি ঘটেছে।  গত কয়েকমাস ধরেই মহাসড়কটি মরণফাঁদে পরিনত হয়েছে। সড়কের মাঝখানে কোথাও বড় বড় গর্ত আবার কোথাও উঁচু পাহাড় কিংবা কবরের ন্যায় হয়ে আছে৷  অনেকেই ভিডিও করে সওজ কর্তৃপক্ষকে বড় ধরনের দূর্ঘটনার সঙ্কা জানিয়ে  অবহিত করার পরেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী ভুমিকা পালন করেনি।  এজন্যই আজ রাতে বড় একটি মালবাহী ট্রাকের ইঞ্জিন সড়কের উঁচু জায়গায় আটকে গেলে ট্রাকটি উল্টে গিয়ে তিশা বাসের উপরে পড়ে।  বাসের ড্রাইভার কৌশলে বাসটিকে রক্ষা করতে সক্ষম হলেও পিছনে থাকা এক মাহিলা যাত্রী ছিটকে পড়ে গেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  এসময় আরও ২/৩ জন আহত হয়।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বাসটি ও মালবাহী ট্রাকটি উল্টে থাকতে দেখি এবং ঘটনাস্থলে একজন নারীর লাশ দেখতে পাই৷    জানা গেছে মহাসড়কের মাঝখানে উঁচু উঁচু কবরের মতো হওয়ার কারনেই দূর্ঘটনাটি ঘটেছে। লাশটি থানায় নেয়া হয়েছে।  আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। লাশটি সনাক্ত করার চেষ্টা চলছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়