সোমবার, নভেম্বর ৪, ২০২৪

সোনারগাঁয়ে স্ত্রী’র হাতে স্বামী হত্যার অভিযোগ

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের কাঁচপুরে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান (৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে এবং কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর বাড়ির ভাড়াটিয়া।

নিহতের স্বজনরা জানান, শাহাজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম (৪২) স্বামীর অন্ডুকোষে আঘাত করে আহত করে। পরবর্তীতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে আটক করেছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়