সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। শুক্রবার বাদ জুম্মা সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক যুগে ২০০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের উন্নয়নের লিফলেট জনগনের মাঝে বিতরণ করেন।
লিফলেট বিতরণ ও গনসংযোগ কালে বিভিন্ন পথ সভায় মাহফুজুর রহমান কালাম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়ন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিবেন সকল ভেদাভেদ ভূলে আমরা তার হয়ে কাজ করবো বলেও অঙ্গিকার ব্যক্ত করেন মাহফুজুর রহমান কালাম।
এ সময় পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সাকিবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।