বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
spot_img

অবৈধ ভাবে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের মেঘনার চরে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির সময় জজ মিয়া নামে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক তাকে হাতেনাতে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক এই সময় তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন এবং ভবিষ্যতে আর এ ধরনের কর্মকান্ড করবেনা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জজ মিয়াকে আটক করে তাকে অর্থদন্ড দিয়েছে আদালত । এসময় ভবিষ্যতে সে এ ধরনের কাজ করবেনা বলে মুচলেকা দিয়েছে। এরা দীর্ঘ দিন ধরে মাটি বিক্রি করছিল বলে জানা গেছে। এর আগে কাদির দিয়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ড্রেজার জব্দ করে নৌ পুলিশ ফাঁড়ি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়